নড়াইলের লোহাগড়া উপজেলায় তামিম খান (১৬) নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আমিনুলকে গ্রেফতার করা হয়েছে। নিহত তামিম নড়াইল সদর উপজেলার হবখালি গ্রামের রুবেল খানের ছেলে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে তামিম নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তামিমের এক চাচাতো ভাই জানায়, তামিমকে অভিযুক্ত আমিনুলের সঙ্গে ভ্যানে করে যেতে দেখা গেছে।
পরিবারের সদস্যরা আমিনুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এবং গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করে, তামিমকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ লোহাগড়ার মশাঘুনি এলাকায় মাটিচাপা দেওয়া হয় এবং ভ্যানটি বিক্রি করে দেওয়া হয়।
রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ মশাঘুনি এলাকা থেকে তামিমের মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত আমিনুলের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে চোরাই ভ্যান কেনাবেচার সঙ্গে জড়িত সন্দেহে আরো দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে পুলিশ আশ্বস্ত করেছে।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কেকে/এমএস