দুই দিন বিরতির পর আবারও শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই। সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা।
সোমবার (৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আামন্ত্রণ জানিয়েছে রংপুর।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সিলেট। সামিউল্লাহ শিনওয়ারি বদলে একাদশে সুযোগ পেয়েছে অ্যারন জোন্স।
সিলেট স্ট্রাইকার্সের একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, পল স্টার্লিং, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, জাকের আলি, রনি তালুকদার, অ্যারন জোন্স, আল আমিন হোসেন, নিহাদউজ্জামান ও রিস টপলি।
কেকে/এআর