মুন্সীগঞ্জের
গজারিয়ায় কলিম উল্লাহ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদের মধ্য থেকে জয়
বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায়
আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।
খবর নিয়ে জানা
যায়, সোমবার (৬ জানুয়ারি) গজারিয়া কলিম উল্লাহ কলেজে একাদশ শ্রেণির
শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ ছিল। অনুষ্ঠান শুরু
কিছুক্ষণ পর অতিথিদের পরিচয়ের পর্বের এক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে
জয় বাংলা স্লোগান দেয় কয়েকজন। তারা সাধারণ শিক্ষার্থী নাকি নিষিদ্ধ ঘোষিত
সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী তা নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে এ
ঘটনার প্রতিবাদ জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি গজারিয়া উপজেলা বিএনপির সাবেক
সভাপতি ও কলিজটির সাবেক শিক্ষক অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন।
এ
সময় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির
সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য
সচিব আব্দুর রহমান শফিক, নাট্য অভিনেতা রফিক উল্লাহ সেলিম, এএফএম
হামিদুল্লাহ সুমন-সহ আরো কয়েকজন।
এ ঘটনার কড়া প্রতিবাদ জানান
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম
মাসুম। তিনি বলেন, কেন জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে তা আমরা জানি। আর
কারা জয় বাংলা স্লোগান দিয়েছে তা ও আমরা ধরতে পেরেছি। আপনারা আমাদের বোকা
মনে করবেন না। পরাজিত শক্তির দোসরদের আমরা ছেড়ে দেবো না। যারা এই কাজ করেছে
তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি।
বিষয়টি সম্পর্কে জানতে
চাওয়া হলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, এরকম
কোনো ঘটনা আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি।
বিষয়টি
সম্পর্কে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ
উল্যাহ-এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।
আপনাদের কাছ থেকে আমি প্রথম শুনলাম। খবর নিয়ে দেখছি।
কেকে/এএম