বুধবার, ৮ জানুয়ারি ২০২৫,
২৫ পৌষ ১৪৩১
বাংলা English

বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
শিরোনাম: গ্যাস সংকটের মধ্যে দাম বাড়ানোর তোড়জোড়      রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া      শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল      ৪৪০১ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে উঠছে কাল      ‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন’      দীর্ঘ ৭ বছর পর মায়ের সঙ্গে দেখা হবে তারেক রহমানের      ঢাকার টানা চার হার, রংপুরের পাঁচে পাঁচ      
গ্রামবাংলা
রায়পুরায় ওরশে ১৪৪ ধারা জারি করলো জেলা প্রশাসন
এম. আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৩:৪৮ পিএম  (ভিজিটর : ১৪৩)

নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় ৭৫ বছর যাবত অনুষ্ঠিত হয়ে যাওয়া মুক্তি পাগলীর মাজারের তিনদিন ব্যাপী ওরশকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও ওলামায়ে কেরামগনের মধ্যে দুটি গ্রুপ তৈরী হওয়ায় আইনশৃঙ্খলা অবনতি, রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানীর আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে নরসিংদী জেলা প্রশাসন।
 
রবিবার (৫ জানুয়ারি) রাতে নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধূরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

৫ জানুয়ারি রাত ৮ টা থেকে পুণরাদেশ না দেওয়া পর্যন্ত মাজার এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

১৪৪ ধারা জারির পাশাপাশি ওই এলাকার মানুষের জন্য বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। সেখানে বলা হয়েছে ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় ওই এলাকায় ৪জনের বেশি লোক চলাচল, মিটিং ও লাঠিসহ যেকোন ধরনের মিছিল, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এবং দেশীয় অস্ত্রসস্ত্রসহ যে কোন ধারালো ছুরি, টেটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, চরআড়ালিয়া ইউনিয়নের বাগাইকান্দি গ্রামে মুক্তি পাগলীর ওরশটি প্রায় ৭৫ বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৫, ৬ ও ৭ তারিখ তিনদিন ব্যাপী ওরশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু মাজারে ওরশ হওয়াকে কেন্দ্র করে মাওলানা আনিসুর রহমান, মাওলানা ওমর মোল্লাদের নেতৃত্বে ওলামায়ে কেরামগন এবার ওরশটি প্রতিহত করার ঘোষনা দেন। এদিকে তাদের ঘোষনাকে প্রতিহত করার ডাক দেন ওরশ আয়োজক কমিটির লোকজন। আর এতেই ওই এলাকায় দুইটি গ্রুপের সৃষ্টি হয়েছে। ওরশকে ঘীরে দুটি গ্রুপের লোকদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ, খুন হত্যা সহ আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির পাশাপাশি সরকারি ও জনসাধারণের মালামাল ক্ষতির আশঙ্কা থেকে বেআইনি কার্যকলাপ ও আইনশৃঙ্খলা জননিরাপত্তায় ফৌজধারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়।

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফেনীতে একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে যৌথবাহিনী
লামায় ২টি অবৈধ ইটভাটাকে ৪লক্ষ টাকা জরিমানা
গ্যাস সংকটের মধ্যে দাম বাড়ানোর তোড়জোড়
সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
১০০ টাকা মোবাইল রিচার্জে করই ৫৬ টাকা

সর্বাধিক পঠিত

শাবিপ্রবির পিএমই অ্যাসোসিয়েশনের ভিপি শাফিন, জিএস মেহেদি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
পবিপ্রবিতে বিজয়-২৪ হলে কৃষিগুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবাগত সংবর্ধনা
ফেরানোর চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
গঙ্গাচড়ায় গাঁজাসহ আটক ১

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝