সিরাজগঞ্জের বেলকুচির ধুকুরিয়া বেড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লা হত্যায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাসকে প্রধান আসামি করে ৫৬ জনের নামে মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও এই মামলায় ১৫০/২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম।
এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে বেলকুচির ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিন সরকারের ছেলে আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, লতিফ বিশ্বাসের ছেলে লাজুক বিশ্বাস, বেলকুচি পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোলায়মান হোসেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আকন্দ, চৌহালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার সিদ্দিকী।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধ চলাকালে বেলকুচিতে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ (২২) ও জামায়াত কর্মী আব্দুল জলিল (৫৫) নিহত হয়।
ওই সময় থানা পুলিশ মামলা না নেওয়ায় রোববার (৫ জানুয়ারি) রাতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে প্রধান আসামি করে ৫৬ জনের নামে বেলকুচি থানায় মামলা দায়ের করা হলো।
আসামিদের মধ্যে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে রোববার (৫ জানুয়ারি) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।
কেকে/এএম