অ্যারন-জাকেরের তাণ্ডবে সিলেটের বড় সংগ্রহ
মুহাজিরুল ইসলাম রাহাত, সিলেট
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৫:৫২ পিএম (ভিজিটর : ৭৩)
অ্যারন জোন্স ও জাকের আলী অনিকের শেষের তাণ্ডবে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স।
সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের উদ্বোধনী ম্যাচে টসে জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে নেমেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকে সিলেট। ঘরের মাঠে চার-ছক্কায় ফুলঝুরি ছুটাতে থাকে স্বাগতিকরা। মাত্র পাঁচ ওভারেই দলের রান ৪৭-এ পৌঁছে দেন সিলেটের দুই ওপেনার জর্জ মুন্সে এবং রনি তালুকদার।
পঞ্চম ওভারের শেষ বলে আকিফ জাভেদের স্লোয়ার বুঝতে পারেননি মানজি। স্কটল্যান্ডের এই ওপেনার ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন, যা লুফে নেন আজিজুল হাকিম তামিম। ওপেনিং জুটিতে আসে ৪৭ রান। পাওয়ার প্লেতে সিলেট তোলে এক উইকেটে ৫৫ রান। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন রনি। ৩০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন এই ওপেনার। শেখ মেহেদীর বলে লেগ বিফোর উইকেটের শিকার হন। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন রনি। ৮৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট।
তারপর জাকির হাসানের সঙ্গে তাল দিয়ে ব্যাট চালাতে থাকেন পল স্টার্লিং। যদিও সেভাবে সুবিধা করতে পারেননি তিনি। মোহাম্মদ সাইফউদ্দিনের ফুল লেংথের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন এই আইরিশ ব্যাটার। তার ব্যাটে এসেছে ১৬ বলে ১৬ রান। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় রান আউট থেকে বাঁচলেও ইনিংস লম্বা করতে পারেননি।
১২৪ রানে তৃতীয় উইকেট হারায় সিলেট। স্টার্লিং বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন জাকির। তার সঙ্গে হাত খুলে খেলতে থাকেন দলটির আমেরিকান ক্রিকেটার অ্যারন জোন্স। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পান জাকির। ৪টি ছক্কায় হাফ সেঞ্চুরি হাঁকানো জাকির ৩৮ বলে ৫০ রান করে সাইফউদ্দিনের ডেলিভারিতে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরে যান।
জাকির ফিরলেও জাকের আলী অনিকের ৫ বলে তিনটি ছক্কায় ২০ রানের ক্যামিওতে দুইশ রান পার করে সিলেট। সঙ্গে ১৯ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন জোন্স। রংপুরের হয়ে ৩১ রান খরচায় দুই উইকেট নেন সাইফউদ্দিন।
কেকে/এএম