ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় এসএইচ পাওয়ার ব্যাটারি আটক করেছে বর্ডারগার্ড বিজিবির সদস্যরা।
সোমবার (৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল এসব ভারতীয় ব্যাটারি জব্দ করেন।
ভারতীয় ব্যাটারি জব্দের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাস্মদ ইমতিয়াজ বলেন, সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল বিশেষ অভিযান চালিয়ে বিজয়নগর সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কালিশিমা নামক এলাকা হতে চোরাচালানের ভারতীয় ৩ লক্ষ ২০ হাজার পিস এসএইচ পাওয়ার ব্যাটারি জব্দ করে। যার সিজার মূল্য ৩ কোটি বায়ান্ন লক্ষ টাকা। পরে এসব জব্দকৃত ব্যাটারী আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে অবৈধ ব্যাটারীসহ কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
কেকে/এএম