মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পূর্ব খৈয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ষোলঘর মৌজার ১ শত ৭০ শতাংশ সম্পত্তি আবুল, মতি ও জব্বার গং হারাহারি ৫৬ শতাংশ করে মালিক হন। এ সম্পত্তি নিয়ে উসমানগং ও সোহাগগংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রোববার বিকালে স্থানীয় বিএনপি নেতা ইউসুফ মিয়ার বাড়িতে সালিশ বসে। সালিশ শেষের দিকে সোহাগগংয়ের সালিশ মনোপ্রোত না হওয়ায় উভয়ে পক্ষের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে সোহাগ পক্ষের আজিজুল(৭০), মাজেদা বেগম(৬০) ও শাহানাজ বেগম এবং উসমান পক্ষের উসমানসহ নাইম ও অহিদুল আহত হয়।
এ সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, স্থানীয়দের নিয়ে সালিশে বসি। সালিশের শেষের দিকে উসমান ও সোহাগ পক্ষের মধ্যে হইহুল্লোড় শুরু হয়। আমি উভয় পক্ষকে থামানোর চেষ্টা করে নিজেই অসুস্থ্ হয়ে পড়ি। পরে কী হয়েছে আমার জানা।
শ্রীনগর থানার এস আই মোহাম্মদ আসাদ বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত পাই এবং কিছু ভাঙচুর দেখি। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম