“জাতীয় রাজনীতির সংস্কার : প্রসঙ্গ ডাকসু জাকসু চাকসু রাকসু” শীর্ষক জাতীয় সংলাপে অতিথি হিসেবে ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক থাকায় সংলাপ বর্জন করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সংলাপে আলোচক হিসাবে আমন্ত্রণ জানানো হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গকে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ থাকায় সংলাপ বর্জন করেন আমানুল্লাহ আমান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের এসে ঘোরাঘুরি ও দুপুরের খাবার গ্রহণ করেন এবং পরবর্তীতে সংলাপ বর্জনের ঘোষণা দিয়ে চলে যান।
এ বিষয়ে আমানুল্লাহ আমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদলের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা শিবিরের সাথে কোনো সংলাপে বসতে পারি না। ৫ আগষ্টের পরে আমরা তাদের সাথে কোনো সংলাপে বসি নাই।স্বাধীনতা যুদ্ধ ও ফ্যাসিবাদ বিতাড়িত করার প্রশ্নে তারা যেভাবে মিথ্যাচার করেছে এর পরে তাদের সাথে কোন সংলাপের চিন্তা করি না।
জাকসুর প্রসঙ্গে তাদের ভাবনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অবশ্যই জাকসু চাই।তবে ফ্রেমওয়ার্ক তৈরি করে যদি কোন নির্দিষ্ট গোষ্ঠিকে সুবিধা দেয়ার চেষ্টা করা হয় তবে আমরা এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবো
কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন আমরা শীঘ্রই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করবো। এই দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদের তাড়াতে যারা কাজ করেছে আমরা তাদের মূল্যায়ন করার চেষ্টা করবো।
এছাড়াও উক্ত সংলাপে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খন্দকার আহসান মারজান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নেতৃবৃন্দ।
কেকে/এএম