তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে কালাইয়ে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডেইজি, উপজেলা এলজিইডি প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী একে এম সাইফুল ইসলাম, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুল রহমান সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, ছাত্র প্রতিনিধি তানিম সরকার, মোস্তাক আহমেদ রাতুল প্রমুখ।
এ কর্মশালায় পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
কেকে/এএম