প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বোর্ড অফ ট্রাস্টিজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলন শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘২০০৫ সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। স্থায়ী ক্যাম্পাসের নামে ৬২ লক্ষ টাকা তছরুপের পাশাপাশি ফান্ডের কোটি কোটি টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এছাড়া শিক্ষার মান উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। এসময় শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ১. বর্তমান বোর্ড অফ ট্রাস্টিজের অপসারণ। ২. স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দ্রুত বাস্তবায়ন। ৩. দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা।
প্রায় চার হাজার শিক্ষার্থী এ আন্দোলনে অংশ নিয়েছেন জানিয়ে শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ইউজিসির বরাবর অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। বিশ্ববিদ্যালয়টির সংকট সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখতে পুরো বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখেন ববি হাজ্জাজ।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।