চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে কোটা আন্দোলনের সময় নৃশংস হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনকে শিক্ষার্থীরা আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়, পরে তাকে পুলিশে হস্তান্তর করে।
জঙ্গি সদস্য সাজ্জাদ হোসেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিবের ছোট ভাই হৃদয় তাড়ুয়াকে হত্যা মামলায় সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছে। এই হামলার কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীরা “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?” স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমী জানান, সাজ্জাদ হোসেনের ফোন চেক করে তারা জানতে পারেন, সে এখনও উগ্রবাদী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং প্রশাসনের ব্যর্থতা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে।
কেকে/এএম