নীলফামারীর বন্ধ থাকা দারোয়ানী টেক্সটাইল মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে দারোয়ানী নামক স্থানে মিলের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। দারোয়ানী টেক্সটাইল মিল্স বাস্তবায়ন কমিটি কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে দারোয়ানী সুতাকল সিবিএর সাবেক সভাপতি মো. ওবায়দুল হক মোল্লার সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা শ্রমিকদলের সভাপতি মো. নূর আলম, সাধারণ সম্পাদক মো. জামিয়ার রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের স্বীয়-স্বার্থ হাছিল করার উদ্দেশ্যে মিলটি উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয়। মিলটি বন্ধ হওয়ার কারণে শ্রমিক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। তাদের কথা ভেবে দারোয়ানী টেক্সটাইল মিলটি আবারও চালু করা প্রয়োজন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।
উল্লেখ্য, ১৯৮০ সালের ২৫ এপ্রিল ওই মিলটি চালু হয়। এ সময় থেকে মানসম্মত সুতা উৎপদনে ব্যাপক ভূমিকা রাখে। মিলটিতে ২৫ হাজার ৫৬টি জার্মানী টাকু স্থাপনে সে সময়ে ব্যয় হয়েছিল ১১ কোটি ৯০ লাখ ২৮ হাজার টাকা। কর্মে নিয়োজিত ছিলেন ৭০৪ জন শ্রমিক, ৯৭ জন কর্মচারী ও ২৫ জন কর্মকর্তা। মিলটি ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল এলাকায়। লোকশানের ভারে ১৯৯৫ সালে মিলটিতে উৎপাদন বন্ধ হয়। এরপর কয়েক দফায় সার্ভিস চার্জের চুক্তিতে একাধিক কম্পানি সুতা উৎপাদনের কাজ করে সেখানে। সর্বশেষ ২০১৮ সালের পর থেকে বন্ধ থাকে মিলটি।
কেকে/এএম