গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীমের ছবি ব্যবহার করে ‘কাপাসিয়ার নিউজ’ নামে একটি ফেসবুক আইডি তৈরি করা হয়েছে। ওই আইডি থেকে একটি রাজনৈতিক দলের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কাপাসিয়া থানায় ইউএনও তামান্না তাসনীম এই বিষয়ে মৌখিক অভিযোগ করেছেন। অভিযোগে জানানো হয়, ‘কাপাসিয়ার নিউজ’ নামে একটি ফেসবুক আইডি চলমান রয়েছে, যার প্রোফাইল ছবিতে ইউএনওয়ের বক্তব্যরত ছবি ব্যবহৃত হয়েছে এবং কাভার ছবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গাজীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের ছবি রয়েছে।
ইউএনও তামান্না তাসনীম বলেন, অন্যের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং তিনি বা তার অফিসের কেউ এই ধরনের আইডি বা পেজ ব্যবহার করে না। তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছেন এবং থানায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে জানিয়েছিলেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, পুলিশ ইতোমধ্যে ওই ফেসবুক আইডি ব্যবহারের সাথে জড়িত ব্যক্তিদের তদন্ত শুরু করেছে।
কেকে/এএম