বান্দরবান পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে শামীম আরা রিনিকে।
৬ জানুয়ারি (সোমবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপন পত্রের মাধ্যমে জানা যায়, শামীম আরা রিনি বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে বান্দরবান জেলা প্রশাসক হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন শাহ্ মোজাহিদ উদ্দিন আর তারস্থলে খুব দ্রুত সময়ে বান্দরবানের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন শামীম আরা রিনি।
কেকে/এএম