গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার আয়োজনে শহরের স্বাধীনতা চত্ত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজির হোসেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ, উপজেলা জামায়াত আমির শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর জামায়াতের আমির একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞা, স্বাধীন ভূমি গবেষক ও লেখক সেলিম মিয়া, পৌর বাজার মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুর আলম মিয়া নুর প্রমুখ।
মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে বক্তারা বলেন, মাদক শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি আমাদের ভবিষ্যতকে ধ্বংস করার পথে এক বড় বাধা। তাই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়া উপস্থিত বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সাংবাদিকগণ মাদক নিয়ন্ত্রণে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভার মাধ্যমে সুন্দরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে মাদকবিরোধী আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। এই ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর, সুস্থ জীবন দিতে সহায়ক হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
কেকে/এএম