শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশি অভিযানে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাত ১০টায় সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পাইক কান্দি নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রিয়াদ মাহমুদ রাব্বি (১৮) মাসুম পাইকের ছেলে, এবং নাদিম মাহমুদ (২১) খোকন খানের ছেলে। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। রাব্বি চরভাগা সরকারি বঙ্গবন্ধু
উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এএম