ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটা এবং দুপুর সাড়ে ১১টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীন্থ চন্ডিদ্বার বিওপির টহলদল কুইয়াপানিয়া গ্রাম থেকে এবং কসবা বিওপির টহলদল কালীকাপুর এলাকা হতে তাদের আটক করেন।
আটককৃত ৪ ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানাধীন কমলসাগর নামক এলাকার নন্দকুমার পাড়ার মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা (৩৫), মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা (৩৩), এবং মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব বার্মা (৩৬) ও মিয়া পাড়ার মৃত আলী মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ভারতীয় ওই চার নাগরিক চোরাচালানের সাথে জড়িত। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পন্য পাচারে সহায়তা ও চিনি পাচার করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। চোরাচালানের সাথে জড়িত অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় সোপর্দ করা হয়।
কেকে/এমএস