শাহরাস্তির ব্র্যান্ড জারিফ ফার্মার
নতুন স্পন্সরের ব্যাট হাতে মোহাম্মদ সাইফুদ্দিন
মোঃ রাফিউ হাসান হামজা শাহরাস্তি, (চাঁদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১১:৩০ এএম (ভিজিটর : ৩৭)
ছবি: প্রতিনিধি
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ রংপুর রাইডার্স এর উড়ন্ত সূচনা। রংপুর দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনকে স্পন্সর করলো শাহরাস্তির কৃতি সন্তান মোঃ জাহিদুল ইসলাম দিপুর প্রতিষ্ঠিত ঔষধের প্রতিষ্ঠান জারিফ ফার্মা।
সোমবার (৬ জানুয়ারী) সিলেটে রংপুর রাইডার্স দলের অনুশীলনে মোহাম্মদ সাইফুদ্দিনকে দেখা গেল নতুন স্পন্সর হাতে। জারিফ ফার্মা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চেইন ফার্মা।
উদ্বোধনের অপেক্ষায় থাকা জারিফ ফার্মা ইতিমধ্যে শাহরাস্তিতে সামাজিক প্রেক্ষাপটে ভূমিকা রাখছে। দরিদ্র ও অসহায় মানুষদের স্বল্প মূল্যে ঔষধ সরবরাহ এবং গ্রামীণ জনগোষ্ঠীকে দিন-রাত ২৪ ঘন্টা এম্বুলেন্স সুবিধা নিয়ে আসছে শাহরাস্তি, লাকসাম, রামগঞ্জসহ বিভিন্ন উপজেলা জুড়ে৷
জারিফ ফার্মার প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম দিপু। তিনি একাধারে পৃষ্ঠপোষক, সমাজকর্মী ও ক্রীড়ামোদী মানুষ। তার হাত ধরে শাহরাস্তিতে বড় বড় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়। পাশাপাশি বিভিন্ন ওয়াজ মাহফিল ও সামাজিক কর্মকান্ডে তিনি প্রতিনিয়ত অনুদান প্রদান করেন। তার আনুষাঙ্গিক কর্মকান্ডে ইতিমধ্যেই চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বহিঃবিশ্বেও আলাদাভাবে পরিচিত লাভ করছে।
কেকে/এআর