চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
এম.মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১২:১৩ পিএম (ভিজিটর : ৭৬)
নিহত কৃষক ফরিদ । ছবি: প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া-লামার সীমান্তবর্তী এলাকায় ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ফরিদুল আলম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া-লামার সীমান্তবর্তী বিছইন্যাঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ফরিদ চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলী এলাকার মৃত আলী আহমদের ছেলে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হাতির আক্রমণে এক কৃষক নিহতের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ধান পাহারা দেওয়ার সময় ১২-১৫ টি হাতি ধান খেতে আসে। তাদের তাড়াতে চেষ্টা করলে একটি হাতি কৃষক ফরিদকে শুঁড় দিয়ে আছড়ে মেরে ফেলে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, হাতির আক্রমণে কৃষক নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাটি চকরিয়ার সীমান্তবর্তী লামা উপজেলায়। তবে নিহত ব্যক্তি ফরিদের বাড়ি চকরিয়ায়।
কেকে/এমএস