কুড়িগ্রামের রৌমারীতে ভারত থেকে অবৈধ পথে আসা ১২৭ কেজি জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জানুয়ারি) রৌমারী সীমান্তের বড়াইবাড়ী বিওপির কোম্পানি কমান্ডার টিপু সুলতান বীরপ্রতীক রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানের সময় চোরাকারবারিরা টের পেয়ে জিরাগুলো ফেলে পালিয়ে যায়। জব্দকৃত ১২৭ কেজি জিরার আনুমানিক বাজার মূল্য ৮২,০০০ টাকা।
কোম্পানি কমান্ডার আরো বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পাচার ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এমএস