ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নীলফামারীতে নিম্ন আয়ের প্রায় চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নীলফামারী চেম্বার অব কমার্সের হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে নীলফামারী চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আরমান হাবিবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন -চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল ওহায়েদ সরকার, রিপন কুন্ডু, মোস্তাফিজুর রহমান সবুজ ও সাবেক পরিচালক হামিদুল ইসলামসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে ঢাকা চেম্বার অব কমার্সের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নীলফামারীর শীতার্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কেকে/এমএস