শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীতে রক্তসৈনিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার শীতার্তদের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এম এ হাকাম হীরা, আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ যোগেন রায়, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা আফসর উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মোমেন, ক্রীড়া সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দূর্জয় হাসান শাকিল, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক ইউসুফ নাইম, সদস্য সাব্বির আহমেদ বাদশা, সাদ আল জুনাইদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন রক্ত সৈনিক এর সদস্য ও রক্তসৈনিক নালিতাবাড়ী উপজেলার দায়িত্বশীলগণ।
কেকে/এমএস