নাটোরের নলডাঙ্গায় হিরোইনসহ আশরাফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব মাধ নগর কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশরাফুল একই এলাকার জেহের আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশরাফুলের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। এ সময় তার বাড়িতে তল্লাশী করে কাগজে মোড়ানো ৪৪ পুরিয়া অর্থাৎ ০.৮৮ গ্রাম হিরোইন উদ্ধার করে জব্দ করা হয়। পরে মাদক রাকার অভিযোগে আশরাফুলকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কেকে/এআর