হবিগঞ্জের বাহুবলে ৫ টাকার ভাড়া নিয়ে কয়েক গ্রামের সংঘর্ষের ঘটনাটি উপজেলা সভাকক্ষে বসে সালিশ বিচারের মাধ্যমে মিমাংসা করা হয়েছে।
মঙ্গলবার(৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত অনুষ্ঠিত সালিশ বৈঠকে কয়েক গ্রামের সংঘর্ষের বিষয়টি ওলামায়ে কেরাম, সমাজপতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে মিমাংসা করা হয়।
গত ৯ ডিসেম্বর সকালে অটোরিকশার ৫ টাকার ভাড়া নিয়ে উপজেলার কবিরপুর, ভেড়াখাল, সাতপাড়িয়া সহ কয়েকটি গ্রামের মানুষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মহাসড়কের উপর প্রায় তিন ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষে শতাধিক লোক আহত হয়। এসময় দোকান পাট ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আস।
আজকের সালিশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ, বাহুবলের প্রবীণ আলেম শায়খুল হাদীস মনিরুদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী ও সৈয়দ খলিলুর রহমান, জেলা জামায়াতের সহ সেক্রেটারি কাজী আব্দুর রউফ বাহার, উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আলম চৌধুরী তুষার সহ জনপ্রতিনিধি, সমাজপতি ও আলেম উলামা।
কেকে/এআর