দুমকি প্রেসক্লাবের সভাপতি হিসেবে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো. আবুল হোসেন ও দৈনিক খোলাকাগজ পত্রিকার প্রতিনিধি মো. সাইদুর রহমান খান সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর আগে সাবেক সভাপতি মো. ফজলুল হক ও সাধারণ সম্পাদক কাজি বেলাল হোসেন দুলাল পারিবারিক ও ব্যক্তিগত কারই দেখিয়ে প্রেসক্লাবের উপদেষ্টা এইচ এম আনোয়ার হোসেন এর কাছে লিখিত আবেদনে স্ব স্ব পদ থেকে অব্যহতি নেন। ফলে গুরুত্বপূর্ণ দুটি পদ শূন্য হওয়ায় ৬ জানুয়ারি উপদেষ্টা এইচ এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক সভায় সকলের সম্মতিক্রমে প্রেসক্লাবের জেষ্ঠ্য সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের দুমকি উপজেলা প্রতিনিধি মো. আবুল হোসেনকে সভাপতি এবং প্রেসক্লাবের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খোলাকাগজ পত্রিকার দুমকি প্রতিনিধি মো. সাইদুর রহমান খানকে সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণ করে নতুন সভাপতি ও সাধারন সম্পাদক এক প্রতিক্রিয়ায় জানান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সংগঠনকে আরও গতিশীল ও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবেন বলে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ।
কেকে/এএম