বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া      রাজউকের প্লট নিয়ে শেখ হাসিনার পরিবারের ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক      রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত      রংপুরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা এসপি শাহজাহানের শাস্তি দাবি      জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই: সারজিস      দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি      মোবাইল-মানিব্যাগ নিজ দায়িত্বে রেখে পুলিশকে সহযোগিতার অনুরোধ      
শিক্ষা
শেরপুরে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মহিউদ্দিন সোহেল, শেরপুর
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৪:১০ পিএম  (ভিজিটর : ৮৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উদযাপিত হয়েছে শেরপুরে।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শহরের সজবরখিলা এলাকার শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ পিঠা উৎসব যেন এক মিলনমেলায় পরিণত হয়। পিঠার বাহারি স্বাদ আর গন্ধে মুখরিত ছিল পুরো আয়োজন। প্রায় দেড় শতাধিক বিভিন্ন স্বাদের পিঠার নয়টি স্টলে উপচে পড়া ভিড় দেখা যায়।

এক সময় ঘরে ঘরে তৈরি হতো ভাপা, পুলি, চিতই, তেলের পিঠাসহ নানা ধরণের দেশীয় পিঠা। তবে আধুনিকতার ছোঁয়ায় ও রেসিপি-সংস্কৃতির পরিবর্তনের কারণে ঘরে তৈরি পিঠার প্রচলন কিছুটা কমে এসেছে। এই অবস্থায় শাহীন ক্যাডেট স্কুলের পিঠা উৎসব দেশীয় ঐতিহ্য ধরে রাখতে অনন্য ভূমিকা রাখছে।

উৎসবে শিক্ষার্থী, অভিভাবক এবং শহরের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা বাহারি পিঠা চেখে দেখেন, ক্রয় করেন এবং অনেকেই কিনে বাড়িতে নিয়ে যান। শিক্ষার্থীরা পিঠা খাওয়ার পাশাপাশি বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে। পিঠার স্বাদে, উৎসবের আনন্দে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পিঠা উৎসবের সঙ্গে যুক্ত হয় সাম্প্রতিক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার প্রদান করা হয় ।

পিঠা উৎসবের সাথে নানা আয়োজনের অংশ হিসেবে অন্যতম বিশেষ আকর্ষণ ছিল লটারি কুপন। প্রতিটি স্টল থেকে কমপক্ষে ২০ টাকার পিঠা কিনলে একটি কুপন দেয়া হয়। এ কুপনের বিজয়ীদের জন্য ছিল এলইডি টেলিভিশনসহ নানা  আকর্ষণীয় পুরস্কার।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মাদ মাসুদুল আমিন শাহীন জানান, প্রতি বছরই আমরা এ পিঠা উৎসব আয়োজন করে থাকি। এবারের উৎসবটি বিগত বছরের তুলনায় বেশি সাড়া ফেলেছে। ভবিষ্যতে এই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আমাদের আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে।

পিঠা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানটি দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি মেধাকে স্বীকৃতি প্রদান এবং পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে আনন্দ ভাগাভাগির একটি মঞ্চ হয়ে উঠে। আয়োজকদের মতে, এমন উৎসব শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখাই নয়, বরং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে সহায়তা করে।

কেকে/এএম



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলার নেতৃত্বে পুনরায় সোহেল—শামছুল হুদা
লোহাগাড়া ইসলামি ছাত্র মজলিসের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
লামায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও ভয় পায় মানুষ: ডিসি মাহমুদুল হক
বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সঙ্গী বাংলাদেশ

সর্বাধিক পঠিত

রাতে জ্বলে না সড়ক বাতি, নিরাপত্তার ঝুঁকিতে পৌরবাসী
রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত
‘শহিদদের স্বপ্নের ক্যাম্পাস গড়ুন অথবা দায়িত্ব ছেড়ে দিন’
নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
নীলসাগর গ্রুপের আয়োজিত এসপিএল ফাইনালে চ্যাম্পিয়ন শাহীপাড়া ক্যাপিটালস

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝