ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে শাল-চাদর বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে উপজেলার সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র উপহার বিতরণ
করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী অধ্যাপক মাওলানা মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় দুই শতাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে শাল-চাদর প্রদান করা হয়।
কেকে/এএম