নীলফামারীতে অসহায়-দুঃস্থের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রিজ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলা ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৩১০টি কম্বল বিতরণ করে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন।
জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের মনির উদ্দিন দাখিল মাদ্রাসা চত্বরে শতাধিক কম্বল বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন অসহায় মানুষ। সদর দপ্তরের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহন করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় জেলা সদরে ১১০ জন এবং ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন সীমান্ত এলাকায় ২০০ জন অসহায়-দুঃস্থের মাঝে মোট ৩১০টি কম্বল বিতরণ করা হয়।
কেকে/এএম