রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে এসিডদগ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
সোমবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের দক্ষিণ চেংমারী গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের সেকেন্দার আলীর ছোট ছেলে রুবেল মিয়ার (৩৮) সাথে তার স্ত্রী মারুফা আক্তার নিশির (৩৪) দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে গত ২৬ ডিসেম্বর রাতে পূর্বে গোপনে সংগৃহীত এসিড স্ত্রীর শরীরে ছুড়ে মারে স্বামী রুবেল মিয়া। এতে নিশির পুরো শরীর ঝলসে যায়। ২৭ ডিসেম্বর সকালে দগ্ধ নিশিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
সেখানে কয়েকদিন চিকিৎসার পর নিশিকে পুনরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। ৪ ডিসেম্বরে নিশির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বাড়িতে নিয়ে আসে স্বামী রুবেল। ৬ জানুয়ারি সোমবার দিবাগত মধ্যরাতে নিশি মারা যায়।
খবর পেয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর (২৬) বলেন, রুবেল ও তার ভাই বোনেরা মিলে আমার বোনকে এসিড দগ্ধ করে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে। আমি এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এএম