শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) অ্যাসোসিয়েশনের ৮ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আলীমুজ্জামান শাফিন ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদি হাসান মুত্তাকিন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ( ৭ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিতে পদাধিকারবলে সভাপতি হিসেবে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক মো. শাহেদুল হোসেন মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-কোষাধ্যক্ষ তালবিয়া জহির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবরার মাহির ও সহ-সাংগাঠনিক সম্পাদক মো. আকবর হোসেন ইমন, ক্রীড়া-সম্পাদক তানজিদ রহমান অপূর্ব ও সহ-ক্রীড়া সম্পাদক রাব্বি আল এহসান পলক, সাংস্কৃতিক সম্পাদক নিবেদিতা রয়, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জুবায়ের হোসাইন ও সহ-প্রকাশনা সম্পাদক মুনতাহা মনির ফারিবা এবং দপ্তর সম্পাদক সাহেল রানা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন জায়মা আনজুম জিনিয়া, রুমি আক্তার, তাওহিদ-ই-এলাহী অলিভ, আসাদুল্লাহ গালিব আদিব ও দয়াল সাহা। এছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন খানম পপি ও আব্দুস শুক্কুর প্রমি।
কেকে/এএম