রংপুর জেলা পুলিশের (ডিবি) অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে রংপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ আবু মো. সিদ্দিকুজ্জামানের নেতৃত্বে একটি দল গঙ্গাচড়ার লহ্মীটারি ইউনিয়নের পূর্ব ইচলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে আড়াই কেজি গাঁজাসহ কুড়িগ্রাম সদরের চড়হরিকেশ এলাকার কবির আলীর ছেলে আসলাম মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়।
এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গঙ্গচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএম