কুমিল্লায় মহসিন আলম খান নামের কেন্দ্রী ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
কমিশন-বাণিজ্য আর চাঁদাবাজিতে গড়েছেন বিপুল সম্পদকমিশন-বাণিজ্য আর চাঁদাবাজিতে গড়েছেন বিপুল সম্পদ
গ্রেফতার ছাত্রলীগ নেতা মহসিন আলম খান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চৌদ্দগ্রামের চুন্নু মিয়ার ছেলে।
ওসি মহিনুল ইসলাম বলেন, মহসিন আলমকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ শুক্রবার কারাগারে পাঠানো হবে।
কেকে/এমআই