অভিনয় জগতে পা রাখার পর থেকেই চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে নেপোটিজম বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তারকা-সন্তান হওয়ার সুবাদে সুযোগ পাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে বরাবরই উঠেছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা নিজেই স্বীকার করেছেন, প্রথম ছবির শুটিংয়ের আগে অভিনয় বা ক্যামেরা সম্পর্কে তার কোনও ধারণাই ছিল না।
২০১৯ সালে কর্ণ জোহরের প্রযোজনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে পা রাখেন অনন্যা। তবে ছবিটি মুক্তির পর থেকেই তাকে নেপোটিজমের প্রতীক হিসেবে সমালোচনা করা হয়। অনন্যা জানান, ছবির শুটিংয়ের সময় তিনি ‘ওয়াইড শট’ আর ‘ক্লোজ শট’-এর পার্থক্যও বুঝতেন না। এমনকি ক্যামেরার কাজ এবং আলো-অ্যাঙ্গেলের ধারণাও ছিল না।
তারকা-সন্তানরা ছোটবেলা থেকেই চলচ্চিত্রের পরিবেশে বেড়ে ওঠেন, যা তাদের জন্য সুবিধাজনক। তবে অনন্যার ক্ষেত্রে সেটি তেমন কার্যকর হয়নি। তিনি জানান, ছোটবেলায় দু-একবার বাবার শুটিং সেটে গিয়েছিলেন, কিন্তু সেসব সময় তার চলচ্চিত্রের কোনো বোধগম্যতা হয়নি।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-এর শুটিংয়ে টাইগার শ্রফ তাকে আলোর ব্যবহার এবং অন্যান্য বিষয় শেখান। অনন্যা বলেন, প্রথম ছবির অভিজ্ঞতা কঠিন হলেও তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন এবং শিখেছেন।
অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় প্রথমে তাকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে কাজের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন তিনি। দিন দিন শিখেছেন এবং কাজের পদ্ধতি পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন অনন্যা।
অনন্যা পাণ্ডে বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী। অভিনয় এবং শিখতে থাকার অভিজ্ঞতায় তিনি খুশি। তার মতে, সুযোগ পেলেও প্রতিভা ও পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব নয়।
কেকে/এএম