শনিবার, ১ মার্চ ২০২৫,
১৭ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ১ মার্চ ২০২৫
শিরোনাম: বৃষ্টিতে কঠিন সমীকরণে আফগানিস্তান, সেমিতে অস্ট্রেলিয়া      জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি: তাসনিম জারা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার      জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্রে যা বলা রয়েছে      সবার আগে রমজান মাস শুরু অস্ট্রেলিয়াতে      তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান      ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ      
জাতীয়
মা ও স্ত্রীকে নিয়ে আমান আযমীর আবেগঘন স্ট্যাটাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১১:০৫ এএম  (ভিজিটর : ৮৮)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মা ও স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবগেঘন স্ট্যাটাস দিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে এ স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে দেয়া সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আযমীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

‘‘আসসালামু আলাইকুম।

অ-নে-ক স্বপ্ন ছিল, আশা ছিল, দোয়া করেছিলাম, ইনশাআল্লাহ জীবিত মুক্তি পেলে, আমি আর আম্মা দু'জনেই সুস্থ থাকলে আম্মা, বউ, বাচ্চারাসহ ওমরাহ করবো। আল্লাহ আমার জীবনের সেরা বন্ধু আম্মাকে নিয়ে গেছেন! অভাগা আমি আমারই ত্রিশ বছরের ঘরবাড়ির (ক্যান্টনমেন্ট) ভিতরে গুমরে গুমরে কেদেছি - জানতেও পারিনি যে, আমার জীবনের সবচেয়ে মূল্যবান প্রিয় মানুষটি আর নেই! আমি যালিমদেরকে লিখিত আবেদন করেছিলাম, আমি জীবিত আছি এবং ভালো আছি তা মা-স্ত্রী-সন্তানদের জানানোর জন্য; আর মা-স্ত্রী -সন্তানরা কেমন আছেন সেই খবর আমাকে জানানোর জন্য। জানোয়ারেরা কোনো টু শব্দ করেনি। কাবা তাওয়াফ করার সময় সেই কথা মনে করে চোখে পানি আসছিল। অনেক কষ্টে সামলিয়েছি।

৭ আগস্ট রাতে মুক্তির পর হাসপাতালের চেক আপ শেষে ফযরের পর বাসায় ফিরে প্রথমেই মা এর (সেই সাথে বাবারও) কবর যিয়ারত করি। বুক ফেটে কান্না আসছিল। ৬টা মা-পাগল ছেলে আমার মা এর; লাশ কবরে নামানোর জন্য একজনও নেই! যালিমরা, নব্য ফেরাউন গংরা বাকি ৫ ভাইকে যুক্তরাজ্য থেকে আসতে দেয়নি। এই যালেমরা আব্বার জানাযার জন্যও বাকি ৫ ভাইকে আসতে দেয়নি। শয়তানও মনে হয় ওদের কাছে হার মানবে।

প্রথমবার মা এর কবর যিয়ারত এর সময়কার মনের কস্টের কথা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। মনে হচ্ছিল কবরটা খুড়ে ছোটবেলার মত মা এর বুকে শুয়ে থাকি, কপালে- গালে চুমু দেই। চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল, "মা, ও মা, আমার প্রাণপ্রিয় আম্মা, তুমি কি শুনতে পাও আমাকে? তোমার নাড়িছেঁড়া বুকের ধন, তোমার কলিজার টুকরাটা জীবিত আছে, ফিরে এসেছে। তুমিও ফিরে আসো না মা। তোমাকে দেখে চোখ জুড়াই, তোমার গলার আওয়াজ শুনে কান জুড়াই, তোমার হাতের স্পর্শ পেয়ে অন্তরে শান্তি পাই। তোমাকে পেলে মুহূর্তেই আমার স-ব কষ্ট চলে যাবে আম্মা। তোমার যেই চাঁদমুখখানা আমার সারাজীবনের সকল কাজের, সকল প্রাপ্তির শক্তি, সাহস ও প্রেরণার উৎস ছিল, সেই মুখখানা না দেখে আমি থাকবো কি করে? বাঁচবো কিভাবে? আমি শুনেছি, আমাকে যালেমরা অপহরণের পর মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি আমার শোকে কাঁদতে কাঁদতে প্রায় অন্ধই হয়ে গিয়েছিলে। শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষীণ আশা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছো! ও মা, আমার নিজের কষ্টের চেয়ে আমার জন্য তোমার কষ্টের কথা ভেবে, তোমার চাদের মতন মুখের মলিন দশা চিন্তা করে বুক ফেটে কান্না আসছে মা। তোমার আর আব্বার কাছ থেকে শেখা কুরআনের শিক্ষা, "ইন্নাল্লাহামায়াস সোয়াবিরিন", "ওয়াবাশশিরিস সোয়াবিরিন" ই একমাত্র শক্তি এখন। ছোট দুটাকে দেখে তোমাদের শোক ভুলে থাকার চেষ্টা করছি। আশা করি ইনশা আল্লাহ জান্নাতুল ফেরদৌসে দেখা হবে"। "হে আল্লাহ, তুমি আব্বা- আম্মাকে জান্নাতুল ফেরদৌসে মিলিত কর। আমাদেরকে এমনভাবে পরিচালিত কর যেন আমরা সবাই আব্বা-আম্মার সাথে জান্নাতুল ফেরদৌসে মিলিত হতে পারি, আমীন!’’

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শিক্ষা ও সাংবাদিকতায় সম্মাননা পেলেন ওয়ালিয়ার রহমান
পর্যটন নগরীর পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে কচ্ছপ উদ্ধার
বৃষ্টিতে কঠিন সমীকরণে আফগানিস্তান, সেমিতে অস্ট্রেলিয়া
দিতি কন্যা লামিয়ার ঘটনায় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
নজরুল হলে আতঙ্কের রাত

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৯
নজরুল হলে আতঙ্কের রাত
কাউনিয়ায় নিখোঁজের ৪১ দিন পর দোলামনির লাশ উদ্ধার, গ্রেফতার ৩
লালপুরে আল্লাহ ও নবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ
ধর্ষণ মামলায় বাসর রাতে বর গ্রেফতার

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝