সুদীর্ঘ ৬৬ বছর ধরে বুখারী শরীফের দরস দানের বিরল কৃতিত্বের অধিকারী, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর।
আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮ টার সময় জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসার শিক্ষক ও শাইখুল হাদিস ছিলেন তিনি। তিনি ৬৬ বছর ধরে প্রতিষ্ঠানটিতে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারি পড়াতেন।
১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে শায়খ মুকাদ্দাস আলী নিজ জন্মভূমি জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে পা দেন। যোগদানের পরের বছরই তাকে মাদরাসার শায়খুল হাদিসের মসনদে সমাসীন করা হয়। সেই থেকে মৃত্যু পর্যন্ত সেখানে একই পদে কর্মরত ছিলেন তিনি।
কেকে/এআর