নওগাঁর নিয়ামতপুরে অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া দিনমজুর শীতার্থ মানুষের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এর সহযোগিতায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বালাতৈড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।
এলাকা ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ, নিয়ামতপুর শাখার মমিন আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক (নওগাঁ জোন) আজিজুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ, রাজশাহী বিভাগ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আমজাদ হোসেন, বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, বুরো বাংলাদেশ, নিয়ামতপুর শাখার শাখা ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন প্রমূখ।
কেকে/এমএস