শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
প্রিয় ক্যাম্পাস
জবি প্রক্টরের ওপর হামলা: ৩ দাবিতে জবিশিসের ৭২ ঘন্টার আল্টিমেটাম
আল শাহরিয়া, জবি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৩৯ পিএম  (ভিজিটর : ৮৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসা, হামলার বিষয় তদন্ত কমিটি গঠন এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থেকে বাস ও লেগুনা স্ট্যান্ড সরানোর জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত জবি প্রক্টরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এই আল্টিমেটাম দেওয়া হয়।

এ সময় শিক্ষকরা বলেন, আগামী ৭২ ঘন্টার ভেতরে এই আক্রমণের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত কমিটির গঠন করতে হবে এবং ৭২ ঘন্টার মধ্যে রায় সাহেব বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা সকল বাস স্ট্যান্ড এবং লেগুনায় স্ট্যান্ড অপসারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর আক্রমণ অর্থ বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ। আমরা প্রক্টর স্যারের ওপর আক্রমণের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আক্রমণের সময় আক্রমণকারীরা বলেছিল, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাইনি শিক্ষকদের পেয়েছি, মার তাদের।” এটা পরিকল্পিত ও বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকি স্বরূপ।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর আক্রমণ আওয়ামী প্রেতাত্মার পরিকল্পিত আক্রমণ হতে পারে। শিক্ষক সমিতির পক্ষ থেকে দাবি জানাতে চাই আগামী ৭২ ঘন্টার ভেতরে এই আক্রমণের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একটি তদন্ত কমিটির গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-শিক্ষার্থী উক্ত আক্রমণের সাথে জড়িত নাকি তা খুঁজে বের করতে হবে। এবং আগামী ৭২ ঘণ্টার ভেতরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রায় সাহেব বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা সকল বাস স্ট্যান্ড এবং লেগুনায় স্ট্যান্ড অপসারণ করতে হবে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. মোশারফ হোসেন বলেন, এধরনের ঘটনা কাম্য ছিল না। আমরা যে সকল দাবি জানিয়েছি তা পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তায় শিক্ষক সমিতি সর্বদা সোচ্চার থাকবে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। সময় প্রক্টর ও তার গাড়ির ড্রাইভার আহত হন। উক্ত ঘটনার প্রেক্ষিতে তৎক্ষণাৎ ৩ জনকে আটক করা হয়।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  প্রক্টর   হামলা   ৩ দাবি   আল্টিমেটাম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
জমি সংক্রান্ত বিরোধে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলা, আহত-২
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আধিপত্য বিস্তারে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫০
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝