চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খেলবেন কিনা, সেই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সকলকে আরেকটু ধৈর্য ধরার আহ্বান জানালেন বিসিবির নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু।
বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে দুপুর ২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক ও বিসিবির কর্মকর্তারা তামিম ইকবালের সঙ্গে আলোচনায় বসেন।
লিপু বলেন, তামিমের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আরো ৪ দিন সময় আছে। পাশাপাশি তিনি এখন তার পরিবার থেকেও দূরে আছেন। এরকম একটি সিদ্ধান্ত নিতে সময়ের প্রয়োজন। সার্বিক বিষয় নিয়ে তামিমের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। যেকোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না।
আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া দলগুলোকে স্কোয়াড জমা দিতে হবে। হাতে খুব বেশি সময় বাকি না থাকায় তামিমের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিলেটে তার সঙ্গে আলোচনায় বসেন নির্বাচকরা।
বর্তমানে বিপিএল খেলতে সিলেটে অবস্থান করছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর এই ওপেনার আর জাতীয় দলের হয়ে খেলেননি।
এদিকে, গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সাকিব আল হাসানকেও দলে চাইছে। এ বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছেন বলে জানা গেছে।
কেকে/এএম