বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার আপিলের রায় ১৪ জানুয়ারি      নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন      তিন জেলায় নতুন ডিসি      ‘বিসিএসে বাদ পড়া বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’      পুড়িয়ে দিয়েছে বিডিআর বিদ্রোহের আদালত, বিচার কার্যক্রম বন্ধ      উত্তেজনা বাড়াচ্ছে ভারত কঠোর অবস্থানে বিজিবি      লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
বাদ পড়া জবি শিক্ষার্থীদের বিসিএস গেজেটভুক্তির দাবিতে মানববন্ধন
আল শাহরিয়া, জবি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৫৭ পিএম  (ভিজিটর : ৬২)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৪৩ বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সব নিরপরাধ প্রার্থীদের গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৮ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা চাই না কোনো নিরপরাধ শিক্ষার্থী শাস্তি ভোগ করুক। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হোক। কিন্ত কোনো নিরপরাধ যেন গেজেট থেকে বাদ না পড়ে। কারো আত্মীয় স্বজনে ভিন্ন মতাদর্শ থাকতেই পারে, কিন্ত তার দায়ভার একজন শিক্ষার্থী কেন ভোগ করবে? বিসিএসে উত্তীর্ণ হতে কত পরিশ্রম করতে হয় তা শুধুমাত্র সেই শিক্ষার্থীই জানে।

এ সময় যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে জড়িত থাকার দালিলিক প্রমাণ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে সংশ্লিষ্টতার দালিলিক প্রমাণ রয়েছে ব্যতীত বাকি সকল প্রার্থীকে প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করে আগামী ১৫ জানুয়ারি বাকি ১৮৯৬ জনের সাথে একযোগে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত করার দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন মুন্না বলেন,  চব্বিশ পরবর্তী বাংলাদেশে ন্যায্যতার প্রশ্নে আপোষ নয়। আমাদের বক্তব্য নিরপরাধ কেউ ভুক্তভোগী না হোক। যারা ক্যাডার সার্ভিসকে কলুষিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিদ্যমান সংকটে চাকুরির পরীক্ষা গুলো দ্রুততর করার অনুরোধ রইলো।

আরেক শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের নিয়ে আমাদের সমস্যা নেই। কিন্ত আমাদের যে নির্দোষ ভাইয়ের চার পাঁচ বছর রক্ত পানি করে পড়াশোনা করে  নিজ যোগ্যতায় এ পর্যন্ত আসতে পেরেছে তাদেরকে যেন বাদ দেওয়া না হয়। যদি এমন হয়, বৈষম্য করা হয় ছাত্র-জনতা বসে থাকবে না।

বাদ পড়ার বিষয়ে আক্ষেপ জানিয়ে বিসিএসে উত্তীর্ণ জবি শিক্ষার্থী মো. রায়হান কবির বলেন, আমি আমার সমগ্র জীবনে কোনো রাজনৈতিক দল ও তাদের কোনো প্রকার কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম না এবং আমার বিরুদ্ধে চলমান কোন ফৌজদারী মামলা নেই। তাহলে আমি কেন বাদ পড়লাম?

তিনি আরও বলেন, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কত পরিশ্রম কত সাধনা কত ত্যাগ স্বীকার করতে হয় তা শুধু একজন পরীক্ষার্থীই জানে। তাই অবিলম্বে ভেরিফিকেশন এর নামে একজন নিরীহ নিরপরাধ প্রার্থীকে যেন অন্যায়ভাবে বিসিএস থেকে দেওয়া না হয় এবং এই অপচর্চার প্রথা চিরতরে মুছে ফেলা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে গত ৩০ ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ প্রার্থী। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন মোট ২৬৭ জন। যার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫ জন রয়েছেন।

কেকে/এএম

আরও সংবাদ   বিষয়:  বিসিএস   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার আপিলের রায় ১৪ জানুয়ারি
রুয়েটে দুই কর্মকর্তার কক্ষে তালা, এক শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন
শূন্যরেখায় বিএসএফের বৈদ্যুতিক পিলার ও যন্ত্র স্থাপন, বিজিবির প্রতিবাদ

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
শাবির ছাত্রহলে সংঘঠিত ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন
লোহাগাড়া ইসলামি ছাত্র মজলিসের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
বিএনপির দু’গ্রুপের সংর্ঘষে ৮ বাড়ীতে আগুন, আহত ২০
উত্তেজনা বাড়াচ্ছে ভারত কঠোর অবস্থানে বিজিবি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝