বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের তথ্য ভিত্তিহীন এবং বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়      অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক      বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি      
গ্রামবাংলা
কালাইয়ের হিমাগারে ডাকাতি
মো. মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৬:১৭ পিএম আপডেট: ০৮.০১.২০২৫ ৬:২০ পিএম  (ভিজিটর : ৮৭)

জয়পুরহাটের কালাই পৌরশহরের শিমুলতলী এলাকায় অবস্থিত আরবি স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেডে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে একদল ডাকাত হিমাগারে প্রবেশ করে নগদ সাড়ে ৬ লাখ টাকা, ১টি মোটরসাইকেল ও বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় নৈশপ্রহরি রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। একের পর এক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা।

আরবি হিমাগারে সরেজমিনে গিয়ে মেশিন অপারেটর জহুরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাত দল পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হিমাগারে প্রবেশ করে। ডাকাতরা হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম, সহকারী অপারেটর জুয়েল রানা, সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম ও লুৎফর রহমান এবং ফোরম্যান শাহজাহানসহ ৭ জনকে মারধর করে হাত-পা বেঁধে ফোরম্যানের শোয়ার ঘরে আটক করে রাখে।

ডাকাতরা প্রথমে হিমাগারের পেছন গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। পরে অফিস কক্ষে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ৬ লাখ টাকা এবং কম্পিউটার লুট করে। এরপর মেশিন কক্ষে গিয়ে তারা ৫০০ কেভির ট্রান্সফরমারের তামার তার, ১৭০ কেভির ৫টি কমপ্রেসার ট্রান্সফরমার, ৮টি ব্লোয়ার এবং নিটকুলার মোটরসহ হিমাগারের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

নৈশপ্রহরি রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে মেশিন ঘরের দিকে যাওয়ার সময় ডাকাতরা আমার সামনে আসে। চিৎকার করলে তারা মাথায় আঘাত করে এবং আমাদের সবাইকে বেঁধে ফোরম্যানের ঘরে আটকে রাখে। আহত অবস্থায় রফিকুল ইসলামকে বুধবার সকালে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হিমাগারের মালিক প্রদীপ কুমার প্রসাদ জানান, ডাকাতরা রাত সাড়ে ১২টার দিকে প্রবেশ করে ভোর ৫টা পর্যন্ত ডাকাতি চালায়। এতে নগদ সাড়ে ৬ লাখ টাকা এবং প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। এছাড়া ডাকাতদের হামলায় আমাদের এক সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয়েছেন। এই ডাকাতির ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ডাকাতির ঘটনায় একাধিক পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হিমাগার কর্তৃপক্ষ এখনও অভিযোগ করেনি, তবে অভিযোগ করার কথা জানিয়েছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব
হাত বাড়ালেই মিলছে বাণিজ্য মেলায় নিত্যপন্য
সিলেটে জুয়েলারি দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরির অভিযোগ
যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ
লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বিএনপি নেতার মৃত্যুতে তানভীর হুদার শোক
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
তাড়াশ উপজেলা পরিষদ ভবনের ছাদে ইউএনও’র শখের বাগান ‘বিলকুঞ্জ’

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝