বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে নরসিংদীতে সাধারণ মানুষের মধ্যে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা গোল চত্বর থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
সারজিস আলম বলেন, রাষ্ট্র সব মানুষের সমান অধিকার নিশ্চিত করে। সেই লক্ষ্যে আমরা বৈষম্যবিরোধী আন্দোলন গড়ে তুলেছি। সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ও খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা এ জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই। সারা দেশে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। সবার মতামতের ভিত্তিতেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করতে হবে। প্রচার-প্রচারণার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/এইচএস