বান্দরবানের লামায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপজেলা ও পৌর শাখার সম্মেলন এবং নেতৃত্ব প্রশিক্ষণ প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরের শহিদ মিনার প্রাঙ্গণে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলা ছাত্র পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরাই আদিবাসী, উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদেরকে আদিবাসী বলা অসাংবিধানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, পিসিসিপ বান্দরবান জেলা কমিটির সভাপতি মো. আসিফ ইকবাল এবং সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।
বক্তারা পাহাড়ে শিক্ষাক্ষেত্রে বাঙালিদের তুলনামূলকভাবে বৈষম্যের শিকার হওয়ার বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, উপজাতি শিক্ষায় ৯০ শতাংশের উপরে অবস্থান করলেও বাঙালিদের ক্ষেত্রে এই হার মাত্র ২০%।
তারা আরও বলেন, জুলাই বিপ্লবে সারাদেশ বৈষম্যমুক্ত হলেও পার্বত্য অঞ্চলের তিন জেলায় বাঙালিরা সাংবিধানিক বৈষম্যের শিকার। বৃহত্তর লামা থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি। অবিলম্বে তিন জেলার আঞ্চলিক পরিষদের নির্বাচন দাবি করছি।
অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
লামা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরমান হোসেনকে নিয়ে মোট ৪৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
লামা পৌর শাখার সভাপতি মো. ইমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক মো. রাজু হোসেনকে নিয়ে ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কেকে/এএম