বুধবার, ১২ মার্চ ২০২৫,
২৮ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ মার্চ ২০২৫
শিরোনাম: পাকিস্তানে ট্রেনের যাত্রীদের জিম্মি: ২০ সেনা নিহত, জিম্মি ১৮২       রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান      হাবীবুল্লাহ বাহারের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দম্পতি গ্রেফতার      ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি, আহত পুলিশ      জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল      গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা      শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪ অ্যাকাউন্ট জব্দ      
গ্রামবাংলা
নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ২০৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের তিনটি পুকুরের মাছ ধরার ঘটনায় “আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছে একটি চক্র” শিরোনামে গণমাধ্যমে একতরফা সংবাদ প্রকাশ হয়। সে সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু ও উপজেলা বিএনপির সাবেক সদস্য রেজাউল ইসলাম।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নিয়ামতপুর প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহমান বাবু বলেন, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই আব্দুল মতিন সোনার ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। আদিবাসী সম্প্রদায়ের প্রায় শতাধিক নারী-পুরুষ মিলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন মতিন সোনার ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে।

একই ইউনিয়নের সচেতন বাসিন্দা হওয়ায় তাদের শান্ত থাকতে বলায় মতিন সোনারসহ কতিপয় ব্যক্তি আমাকেসহ  রেজাউল ইসলাম ও সেকেন্দার আলীর নাম ব্যবহার করে গণমাধ্যমে একতরফা বক্তব্য প্রদান করে।

আদিবাসী সম্প্রদায়ের লোকজনের মাছ ছিনিয়ে নেওয়ার পরও তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে এবং আমাদের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আব্দুল মতিন সোনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ আগস্টের আগে মতিন সোনার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তার বড় ভাই মোস্তাফিজুর রহমানের ছত্রছায়ায় পুকুর দখল, সরকারি গাছ কর্তন, টেন্ডারবাজিসহ এমন কোনো কাজ নেই যা তিনি করছেন না।

প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে বিআরডিবির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। আমাদের হেয় করে তাদের যে বাসনা তা কোনোদিনও পূরণ হবে না।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১নং হাজিনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, উপজেলা যুবদলের আহ্বায়ক মন্জুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সালাউদ্দিন সিরাজী পলাশ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

উল্লেখ্য, গতকাল উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের তিনটি পুকুরের মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৫০ জন নারী-পুরুষ। একই দিনেই আব্দুল মতিন সোনার গণমাধ্যমে আব্দুর রহমান বাবু, রেজাউল ইসলাম ও সেকেন্দার আলীর নামে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে  আদিবাসীদের  সঙ্গে আঁতাত করার অভিযোগ করেন।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু
বিএনপি নেতার সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী
উত্তরায় ৬৩ কোরআনের হাফেজকে সম্মাননা প্রদান
লাখ টাকার মিষ্টি কুমড়া এখন কৃষকদের গলার কাঁটা
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া

সর্বাধিক পঠিত

হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
রানীক্ষেত রোগে রায়হানের স্বপ্ন ভেঙে চুরমার
চবিতে ছাত্র মজলিসের কোরআন তেলাওয়াতের আসর ও ইফতার মাহফিল
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close