বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: সোহান ঝড়ে রংপুরের উড়ন্ত জয়      তুরস্ক উৎপাদন ও সেবা খাতে বিনিয়োগ করতে চায়: বাণিজ্য উপদেষ্টা      খালেদা জিয়ার আপিলের রায় ১৪ জানুয়ারি      নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন      তিন জেলায় নতুন ডিসি      ‘বিসিএসে বাদ পড়া বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’      পুড়িয়ে দিয়েছে বিডিআর বিদ্রোহের আদালত, বিচার কার্যক্রম বন্ধ      
গ্রামবাংলা
অধ্যক্ষকে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আটক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:০৬ পিএম আপডেট: ০৮.০১.২০২৫ ৮:০৯ পিএম  (ভিজিটর : ৪১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের ‘গজারিয়া কলিম উল্লাহ কলেজ’ এর সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে আটক করে ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গজারিয়া কলিম উল্লাহ কলেজ অভ্যন্তরে অবস্থানকালে তাকে আটক করা হয়।

আটক মোনতাজ উদ্দিন মর্তুজা (৫৩) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ললাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, হোসেন্দী ইউনিয়নে চর বলাকী গ্রামে ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আটক দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।

খোঁজ নিয়ে জানা যায়, কলেজের অধ্যক্ষের পদ নিয়ে গ্রেফতারকৃত মোনতাজ উদ্দিন মর্তুজার সাথে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গজারিয়া কলিম উল্লাহ কলেজ পরিচালনার জন্য অস্থায়ী এডহক কমিটি ২০২৪ সালের অক্টোবরে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দায়ের দেয়। পরে সেই আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন অধ্যক্ষ। শুনানি শেষে আদালত সাময়িক বরখাস্তের আদেশটি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে বহিষ্কারের পন্থা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন। উচ্চ আদালতের নির্দেশে অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজার দায়িত্ব পালনে কোনো বাঁধা না থাকলেও স্থানীয় একটি পক্ষ তাকে কলেজ প্রবেশে বাঁধা দিচ্ছিলেন বলে জানা যায়।

অধ্যক্ষ অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা বলেন, আমি একজন শিক্ষক মানুষ আমি যাব কার্যালয় ভাঙচুর করতে! আমি সোনারগাঁও উপজেলার যে এলাকায় বসবাস করি সেখান থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে অন্য উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর করতে গিয়েছি বিষয়টা হাস্যকর। আমার জীবনে আমি কোনোদিন ওই গ্রামে যাইনি। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

চর বলাকী গ্রামে অবস্থিত ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার বাদী মো. মাহফুজ বলেন, আমি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে চিনি না। পুলিশের সাথে হয়তো কোনো সমস্যা করেছে সেজন্য পুলিশ তাকে এই মামলায় আটক দেখিয়েছে। গত বছরের ২৩ নভেম্বর চর বলাকী গ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুর চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কর্মীরা। সেখানে বহিরাগত কেউ ছিল না।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে এটা জানি। মামলার বাদী কেন আসামিকে চেনে না? এই প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সোহান ঝড়ে রংপুরের উড়ন্ত জয়
তুরস্ক উৎপাদন ও সেবা খাতে বিনিয়োগ করতে চায়: বাণিজ্য উপদেষ্টা
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার আপিলের রায় ১৪ জানুয়ারি
রুয়েটে দুই কর্মকর্তার কক্ষে তালা, এক শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
শাবির ছাত্রহলে সংঘঠিত ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন
বিএনপির দু’গ্রুপের সংর্ঘষে ৮ বাড়ীতে আগুন, আহত ২০
উত্তেজনা বাড়াচ্ছে ভারত কঠোর অবস্থানে বিজিবি
তাড়াশ উপজেলা পরিষদ ভবনের ছাদে ইউএনও’র শখের বাগান ‘বিলকুঞ্জ’

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝