নীলফামারীতে নীলসাগর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত শাহীপাড়া প্রিমিয়ার লিগ (এসপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় শাহীপাড়া ক্যাপিটালস।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরের হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করে শাহীপাড়া ক্যাপিটালস ও শাহীপাড়া ফরচুন।
টসে জিতে প্রথম ইনিংসে ১৬ ওভার ব্যাটিং করে ৯৪ রানের টার্গেট দেয় শাহীপাড়া ক্যাপিটালস। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার ৪ বলে ৭৬ রানে অল-আউট হয়ে যায় শাহীপাড়া ফরচুন। এতে ১৭ রানে জয়লাভ করেন শাহীপাড়া ক্যাপিটালস। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল ও বেস্ট বোলার নির্বাচিত হন শাফিন শেখ এবং বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হন জুনিয়র রিশাদ।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে নীলসাগর গ্রুপ শাহীপাড়া প্রিমিয়ার লিগের আয়োজক কমিটির আহ্বায়ক আরমান হাবীবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, নীলসাগর গ্রুপের পরিচালক (অর্থ বিভাগ) মাহবুব আলম মানিক, সাবেক ক্রিকেটার আসলাম হায়াত মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘নীলসাগর গ্রুপের চেয়ারম্যানকে আমি কখনও দেখিনি। কিন্তু ওনার নাম অনেক শুনেছি। ওনি ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলায় বেশ সুনাম অর্জন করেছেন। ক্রীড়া প্রেমী হিসেবে জেলার ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। ক্রিকেট টুর্নামেন্টের মতই যদি তিনি একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।’
পুরস্কার বিতরণ শেষে খেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা জর্জ কোর্টের জিপিকে সম্মাননা স্বারক প্রদান করেন শাহীপাড়া প্রিমিয়ার লীগের আয়োজক কমিটির আহ্বায়ক আরমান হাবীব। টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ভূবন মোহন তরফদার, সাইফুল ইসলাম মানিক, মঞ্জুরুল আলম শুভ্র, জুলফিকার আলী জিমি, জর্জ সাদ্দাম, ইমতিয়াজ ইসলাম রাতুলকে পুরস্কৃত করা হয়। টুর্নামেন্টের সহায়ক হিসেবে আসলাম হায়াত মিল্টন, রকুনুজ্জামান রনিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এসময় নীলসাগর গ্রুপের ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ আওরঙ্গজেব সুজন, জেলা মটর মালিক গ্রুপের সভাপতি গোলাম রব্বানী, খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. মোশাররফ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।