জনপ্রিয় কোরিয়ান ড্রামা ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ এবার বাংলায় ডাবিং করা হচ্ছে। ড্রামাটির ড. ইউন মিউং জুর চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন রাফিয়াত রশিদ মিথিলা। ডাবিংয়ের তত্ত্বাবধানে আছেন খালিদ হোসেন অভি।
খালিদ হোসেন অভি জানিয়েছেন, মিথিলা ইতোমধ্যেই ড্রামাটির সঙ্গে যুক্ত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম চি ওয়ান যেই চরিত্রে অভিনয় করেছেন, সেটির বাংলা ডাবিং করবেন মিথিলা।
মিথিলা বলেন, শিগগিরই দেশে ফিরে ডাবিংয়ের কাজ শুরু করব। এই ড্রামাটির সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।
‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’ ড্রামাটি দুর্দান্ত গল্প এবং সং জোং-কি ও সং কিয়োর অসাধারণ রসায়নের জন্য বিশ্বজুড়ে আলোচিত। বাংলাদেশেও কোরিয়ান ড্রামার দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের জন্য বাংলায় ডাবিংকৃত নাটকগুলো একটি বড় উপহার।
মিথিলাকে সম্প্রতি দেখা গেছে ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে। ভিন্নধারার চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেশ প্রশংসা পেয়েছেন। এবার বাংলা ডাবিংয়ে তার কণ্ঠ দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা তৈরি করবে।
কেকে/এএম