সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে জামায়াতে ইসলামী।
বুধবার (৮ জানুয়ারি) মোহাম্মদপুর মধ্য থানা জামায়াতের ৩১ নং ওয়ার্ড আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় শুরা সদস্য জিয়াউল হাসান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যেখানে রাষ্ট্রই নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর মশিউর রহমান। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ইমরান আলী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ড. মাইনুদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কেকে/এএম