জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী। গত ২৭ ডিসেম্বর সালমান আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সংসারের ব্যস্ততার পর এবার হানিমুনে মালয়েশিয়া যাচ্ছেন, যা শুরু হবে বৃহস্পতিবার।
ঊর্বী সমকালকে জানান, সংসারের কাজ করতে করতে সময় কোথা দিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। হানিমুনে মালয়েশিয়ায় যাচ্ছি, ফিরব ১৯ জানুয়ারি। ফিরে আবার কাজে মন দেবো।
মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে তিনি বলেন, সালমান সাড়ে তিন বছর সেখানে পড়াশোনা করেছেন। তার স্মৃতির জায়গাগুলো ঘুরে দেখার জন্য আমরা মালয়েশিয়াকে বেছে নিয়েছি।
ঊর্বী বর্তমানে নাটক ও ওয়েব সিরিজে জনপ্রিয় মুখ। তার অভিনীত ‘সিটি গোল্ড’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তিনি ‘অনাবৃত’ ও ‘জুন’ সিনেমার কাজ শেষ করেছেন।
বিয়ের আগেই ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন ঊর্বী, যার মধ্যে একটি ‘প্রিয় কুন্তল’। অন্য দুটি নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি।
কেকে/এএম