নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে ছাত্রদলকর্মী শেখ ফাকাব্বির সিনের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ‘চেতনা একাত্তর’র সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রসায়ন বিভাগের আসাদুল্লাহ আল গালিব।
গালিব বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসগুলোকে মাদক, সন্ত্রাস ও নির্যাতনের কারখানা বানিয়ে ফেলেছিল। জুলাই অভ্যূত্থানে শিক্ষার্থীরা লড়াই করে দেশের অপরাজনীতি থেকে ক্যাম্পাসকে রক্ষা করে। আমরা আশা করেছিলাম জুলাই পরবর্তী যে প্রশাসন আসবে তারা কাজ করবে ক্যাম্পাস যাতে পুনরায় মাদকের আস্তানা হয়ে উঠতে না পারে, ক্যাম্পাস যেন হয়ে উঠে শিক্ষা ও গবেষণার প্রাণকেন্দ্র। কিন্তু জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা দেখতে পায়।
প্রশাসনের মধ্যে শহিদদের স্পিরিট নেই উল্লেখ করে তিনি বলেন, শহিদদের যে আকাঙ্ক্ষা ছিল, তারা যেমন ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিল সে ধরণের ক্যাম্পাস গড়তে পদক্ষেপ নিন। অন্যথায় আপনারা দায়িত্ব ছেড়ে দেন। যাদের সক্ষমতা আছে তারা ক্যাম্পাসের দায়িত্ব নিবে। এই ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে আমরা আর অপরাজনীতি মেনে নিব না। জুলাইয়ে রক্ত দিতে পেরেছি আগামীতে ছাত্ররাজনীতির নামে যদি কেউ অপরাজনীতি করার চেষ্টা করে, কেউ নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তা করে জীবন দিয়ে হলেও আমরা তাদেরকে রুখে দিব।
প্রশাসনের উদ্দেশ্য করে এই শিক্ষার্থী আরও বলেন, আপনারা দ্রুত সময়ের মধ্যে জুলাইয়ে আমাদের উপর যারা আক্রমণ করেছিল, রক্ত ঝরিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অন্যথায় আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ফাকাব্বির (ছাত্রদলকর্মী) মতো যারা নতুন করে আবার ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, দীর্ঘ ত্যাগের মাধ্যমে একটি বাংলাদেশ পেয়ে আশা করেছিলাম সেখানে ছাত্র রাজনীতির নামে কোনো অপরাজনীতি চলবে না। আমাদের ভাই বোনদের ওপর যারা হামলা করেছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা এখনো সেই বিচার পায়নি। যে রক্তের উপর দিয়ে এই প্রশাসন এসেছে তারা এখন পর্যন্ত সঠিক বিচার নিশ্চিত করতে পারেনি।
তিনি বলেন, আমরা এখনো দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতরা এখনো ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু মানুষ তাদেরকে সেই সুযোগ তৈরি করে দিচ্ছেন। আমরা বলে দিতে চাই আপনারা যত শক্তিশালী হোন না কেন আমরা আপনাদের বিরুদ্ধে লড়তে পারবো, আপনারা হাসিনার চেয়ে শক্তিশালী হয়ে যাননি। যারা হামলার সাথে জড়িত ছিল তাদের সুবিধা দেওয়া বন্ধ করে শাস্তির ব্যবস্থা করুন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- ইংরেজি বিভাগের দেলোয়ার হোসেন শিশির, গণিত বিভাগের হাফিজুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের নুর উদ্দীন রাজু প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে শাবিপ্রবির শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে শিক্ষার্থীদের গলায় চাকু ধরার অভিযোগ উঠে ছাত্রদলকর্মী শেখ ফাকাব্বির সিনের বিরুদ্ধে। অভিযুক্ত ফাকাব্বির বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রশিবিরকে ফাঁসাতে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে পদপ্রত্যাশী নেতা নাঈম সরকারের নির্দেশনায় এমন কাজ করে বলে অভিযোগ উঠে ।
কেকে/এজে